একজন এ্যাংলারের যেটা থেকে বিরত থাকা উচিত

এন্ঙ্কর শিকারীদের একটি কলঙ্কের নাম
সৌখিন শিকারী ভাইয়েরা মৎস শীকার মূলত একটি খেলা যেখানে বিনদোন উন্মাদনায় ভরপুর। পুকুর বা দিঘীতে আমরা যে পরিমান খরচ করি ৯৫ ভাগ ক্ষেত্রে মাছ ধরে সে খরচ উঠে আসে না। কিন্তু এরপরও আমরা মাছ ধরতে যাই কারন এটি আমাদের ব্যবসা নয় সৌখিনতা। আমাদের স্বপ্ন থাকে বড় একটা মাছ ধরবো এটা নিয়ে কিছুক্ষণ খেলাবো এরপর সফলতার সাথে মাছটি তুলবো ব্যাস উদ্যেশ্য কিন্তু আমাদের এটাই থাকে। এতটাকা খরচ করেছি এই টাকা মাছ ধরে উষূল করতে হবে এটা আমাদের উদ্যেশ্য নয় এবং এমন মানুষিকতা যাদের ওদেরকে আমি এংলার মনে করি না। অনেক জায়গায় আমি দেখেছি কিছু মানুষ মাছ ধরার জন্য এমন হয়ে যায় যে যদি মাছ না পায় হয়ত তার জিবনে বড় কিছু সে হারিয়ে ফেলছে। যেভাবেই হোক তাকে খরচ এর টাকা তুলতেই হবে লাভ করতে হবে মনে হয় যেন এটা তার ব্যবসা এবং এর জন্য সে যে কোন কিছু করতে প্রস্তুত। এরই ধারাবাহিকতায় আমরা দেখি অনেকেই এন্ঙ্কর ব্যবহার করে যেটা সব যায়গাই অবৈধ এবং আমার কাছে অপছন্দনীয় একটি বিষয়। মুখ দিয়ে মাছকে টোপ গিলানো হচ্ছে সত্যিকারের কৃতিত্ব। আর এন্ঙ্কর মেরে মাছকে টেনে নিয়ে আসার মধ্যে কনো আনন্দ অনুভব নেই বরং এটি একটি এংলারের ব্যর্থতা। এভাবেই যদি মাছ ধরতে হয় তাহলে বর্ষি ফেলার কি প্রয়োজন জাল দিয়ে বা বাজার থেকে কিনেই মাছ খাওয়া যায়। তাই সবার প্রতি উদাত্ত আহবান থাকবে আসুন এসব অবৈধ পদ্ধতি গুলো পরিহার করি এবং মৎস শিকারকে একটি সোখিনতাই মনে করি। ধন্যবাদ সবাইকে।


Comments