মহামায়ার কাতল আমাকে ভালই কষ্ট দিল। দিনটা ছিল শুক্রবার সেদিন মহামায়াতে প্রচুর পর্যটক থাকে। সবকিছু গুছিয়ে বের হলাম কিন্তু পর্যটক এত বেশি ছিল যে পুরা রাস্তা জাম ৮ টায় এই জেম পেরিয়ে রাস্তায় উঠলাম। বাসে উঠতে উঠতে ৯ টার উপর বেজে গেল আর বাসায় পোছলাম ১ টার সময়। এসে দেখি গিন্নি আমার গভীর ঘুমে ভয়ে ভয়ে আস্তে ডাকলাম দেখি কোন খবর নাই। যাক পরে একটু সাহস সঞ্চার করে ভারি কন্ঠে ডাকলাম। উঠে দরজা খুললো। আমাকে তখন খুব ফিটফাট লাগছিল ৩৬ ঘন্টার মাছ ধরা শেষে যা হয় আরকি। যাক দরজা খুলে গিন্নির চেহারা কেমন দেখাবে ওটা তো বিবাহিতরাই অনুমান করতে পারবে। একবারে কালিবাউস এর মত সুন্দর ছিল। যাক দরজা খুলে গিন্নী আবার ঘুম। আমি বেচারা কি করমু মহামায়ার মাছ ত অনেক স্বাদের এখন মাছ কি করবো। জাইহোক আল্লাহর নাম নিয়া নিজেই লাইগা গেলাম কুটাকুটিতে। ইস কি যে কষ্ট হইলো অবশেষে শেষ করলাম। সকালে গিন্নি বলে ওমা তুমি কুটে ফেলেছো আমাকে ডাকতে রাতে মনে মনে বলি আমারে দেইখাইতো তুমি ১০০ কিঃম বেগে ঘুমাইতে চলে গেছ যাতে কুটা না লাগ। আমি বল্লাম আরে না এই ছোট কাজের জন্য তোমাকে আর ঢিষ্টার্ব করলাম না । এই হলো আমাদের শিকারীদের প্রতিদিনের আত্মকাহিনী
লেখক- মাহমুদ হাসান
এডমিন- Bangladesh angling forum (BAF)
একেবারে রান্নাটাও শেরে ফেলতেন,,,😀😀😀
ReplyDeleteহা হা আমরা যারা এ্যাংলার সর্বদাই এমন পরিস্থিতির স্বীকার হতে হয়।������
Delete