আমার দুর সম্পর্কের চাচা মালেক,আমার খুব ক্লোজ ফ্রেন্ড,
বিশেষ করে এংলিং এর কারনেই এই ফ্রেন্ডশিপ।
বেশি আন্তরিকতার জন্যেই আমি উনাকে তুই করে সম্বোধন করি,,,,
সেই মালেকের ঘটনা,,,
লোকেশান কুমিল্লা টু ভুশ্চি রোডে গোলাচর দিঘিতে,,
তিন দিন তিন রাতের খেলা।
শেষের দিন রাত দুইটার দিকে সাথে থাকা অন্যরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে।
মালেক একা একা মাচায়,আলোর বেবস্থা একমাত্র হারিকেন তাও তেলের অভাবে নিভু নিভু প্রায়,মাচার পিছন ছিল ঘন বাঁশঝাড়,,,,👽👽👽
অন্যান্য মাচায়ও তেমন সাঁড়া শব্দ নাই,অধিকাংশ খেলোয়াড়রাই ঘুমিয়ে আছে।
শিতের রাত,দিঘিতে পানি একটু কম থাকায় মাচা পাড় থেকে একটু দুরে করেছিল,বাঁশ দিয়ে মাচায় যেতে হত,,,
সম্ভবত মালেকের ফাতনা নড়ছিল,পুরা মনোযোগ ফাতনার দিকে,কেনোযানি হটাৎ পিছনের দিকে তাকালো,
ওমা দেখেযে ইয়া বড় দাঁড়াস সাপ মাচার বাঁশ বেয়ে মাচার দিকে আসছে!!!😲😲😲
কিসের ফাতনা,কিসের মাছ!!!
ও মাগো হা আ,আ আ প🐍🐍🐍
কইয়া লাফ দিয়া দিঘিতে পড়ে সাতরিয়ে মাঝখানে গিয়ে বলতেছে কে আছস তাগদা হাপ মার,নইলে আইজ নিজের জীবন নিজে দিয়া তোগো সবগুলারে জেলের ভাত খাওয়ামু,,,,,
ওই দিকে মালেকের দপদপানিতে একমাত্র ভরসা হারিকেন সেটাও পড়ে গেছিল পানিতে।
পরে অন্যান্যরা এসে সাপ মেরে মালেককে পানি থেকে উঠাইছিল,,,
আজও কোথাও কিছু ঘটলে মালেকের মুখে সে সাপের গল্প থাকেই,,,,
লেখক- সাহাব উদ্দিন বাবু
Comments
Post a Comment