মাছ শিকারের বাস্তব গল্প- তৌহিদ রকি

১ টা গল্প
তবে বাস্তব জীবনের গল্প,

২০১৮ সালে অক্টোবর মাসে ১টা পুকুরে মাছ ধরতে যাওয়া,
মাঝারি সাইজের পুকুর
২০ সিটের খেলা,
সকাল সন্ধা খেলা,( ১২ঘন্টা)
২ কাটার খেলা,
১ মাচায় ২ সিপ করে বা ২ জন করে,

সকাল থেকে মুটামুটি ভলোই মাছ পাচ্ছিলো সবাই,
ছোট মাঝারি বড়ো,
সব মিলিয়ে ভালোই মাছ পাচ্ছিলো সবাই,

তখন বেলা ১২ টা - ১২.৩০ হবে,
হটাৎ ১ টা শব্দ কানে আসে,
খেয়াল করে দেখলাম
আমার ২ মাচা পরে ১ টা মাঝ বয়সী লোক মাচা থেকে পানিতে পড়ে গেছে,

৩-৪ জন লোক তাড়াহুড়া করে তাকে পানি থেকে
ডাঙ্গায় উঠালো,

লোকটার কোনো পার্টনার নাই
একাই আসছে মাছ ধরতে,

লোকটা সেন্স লেচ হয়ে গেছে,
সবার ধারনা লোকটার মৃগী রোগ আছে,

এবার শুরু হলো জুতা শুখানোর পালা,
অনেক লোকের ভিড় জমে গেছিলো,
বিধায় সবার জুতা + বেল্ট + মানিব্যাগ
কোনোটাই বাদ পড়লোনা শুখানোর জন্য,

পরে ১ জন বল্লো
উনাকে নিয়ে হসপিটালে নিয়ে যান,
কিন্তু হসপিটালের ঝামেলায় কেউ জড়াতে চায় না,

এদিকে অনেকেই যার যার মতো আবার ও মাছ ধরার কাজে লেগে পড়লো,
কিছু সময় পর লোকটার হুস- গ্যান ফিরলো,
হুস আাসার পর সবাই তাকে জিগাস্যা করলো ভাই
আপনার এই মৃগী রোগ কবে থেকে,?

লোকটা বল্লো কিসের মৃগী রোগ
কার মৃগী রোগ!!!!

সবাই বল্লো কেনো আপনার,
লোকটা হতাস!!!!!
সবাই তখন বল্লো আপনার মৃগী রোগ
আপনি পানিতে পড়ে গেছেন
আমরা আপনাকে পানি থেকে উঠিয়ে
যত ধরনের জুতা আছে শুখিয়েছি,
প্রায় ৩০-৪০ জোড়া তো হবেই,

লোকটা তখন মাথায় হাত দিয়া বলে
হাই আল্লাহ
আপনারা এ কি করছেন?
আর বার বার তার মুখ মুছতেছে,
আর থুথু ফেলছে,

লোকটা তখন বল্লো ভাই
আমি কখনো পান খাই নাই,
জিবনে প্রথম সখ করে পুকুর পাড়ে ১ টা পান খাইছি,
দোকানদার কে বলসিলাম মিষ্টি জর্দা দিয়ে ১ টা পান দেন
ভুলে দোকানদার মনেহয় কাচা শুপারি + জর্দা দিয়ে পান বানাইয়া দিছে,

মাছ ধরার নেসাই মাচায় এসে পান টা না দেখেই মুখে দিয়ে চাবাতে থাকি,
খেয়াল ছিলো টোং কাঠির দিকে,
কখোন যে পানের পিক গিলে ফেলেছি খেয়াল নাই,

সাথে সাথে মাথাটা চক্কর দিয়ে উঠলো
পরে আর কোন কিছু খেয়াল নাই,,,,

আর আপনারা আমারে জুতা শুঁখাইলেন!!! 😝😝😝
এদিকে পুকুর পাড়ে হাসির রোল পড়ে গেলো,
কাহিনি শুনে,,🤣🤣🤣🤣🤣

ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য,
আর গল্প টা কেমন লাগলো
কমেন্ট এ জানাবেন,,
অথবা আপনদের কাছে মাছ ধরতে গিয়ে
কোনো মজার ঘটনা থাকলে
কমেন্ট বা পোষ্ট এর মাধ্যমে জানাবেন,,,

বিঃ দ্রঃ আমি ৯ ক্লাসের জন্য ssc পাস করতে পারিনি,
আমার লেখায় অনেক বানান ভুল হতে পারে
দয়া করে মাফ করবেন,,,,

                                                                                                                              লেখক- তৌহিদ রকি                     
                                                                                        মডারেটর - Bangladesh angling forum (BAF)


Comments