নদী হতে পারে বরশি দিয়ে মাছ শিকারের আদর্শ স্থান


নদী হতে পারে সঠিক শিকার এর জায়গাঃ

বর্তমানে আমাদের শিকারীর সংখ্যা এত বিশাল সেই তুলনায় আমাদের মৎস্য শিকারের জায়গা অতি নগন্য। সেই সুযোগে পুকুর ও দিঘীর মালিকরা বার বার প্রতারনার করছে এংলারদের সাথে। তাই সময় এসেছে আমাদের বিকল্প জায়গা গুলোকে কাজে লাগানোর। আমাধের দেশ নদী মাতৃক দেশ। এত নদী থাকার পরও সঠিক জ্ঞান আর কৌশল এর অভাবে আমরা সেগুলোকে কাজে লাগাতে পারছি না। তাই আমরা শুধু পুকুর ও দিঘীতে একক কেন্দ্র না বানিয়ে নদীতেও এংলিং এর অভ্যাস গড়ে তুলতে পারি। আমার মনে হয় নদী হচ্ছে সর্বোত্তম জায়গা যেখানে একজন প্রকৃত এংলার তৈরী হয়। নদীতে যারা সফলতা অর্জনে সক্ষম তাদের কাছে পুকুর বা দিঘীতে এংলিং করা সহজ ব্যাপার ই মনে হয়। তাই আমার মনে হয় যারা নতুন এংলার বা আমরা যারা পুকুর বা দিঘীতে নিজেকে সবজান্তা সমসের মনে করি তাদের নদীতে পরিক্ষা দেওয়া উচিত। যারা এংলিং শুরু করার চিন্তা করছেন আমার মনে হয় নদীতে যদি আপনার শুরু হয় এবং ওখানে যদি আপনি সফল হতে পারেন পৃথিবীর কোথাও আপনি ঠেকবেন না। তাই আমরা আমাদের নদীগুলোকে ব্যবহার এর মাধ্যমে আমাদের অভিজ্ঞতা ও পরিপক্বতা অর্জনের স্থান হিসেবে নির্ধারণ করে আমাদের জ্ঞান ও কৌশল বৃদ্ধি করতে পারি। ধন্যবাদ সবাইকে।


Comments