🔰🔰একটি গাছ বাঁচলে একটি মানুষ বাঁচবে
আর একটি নদী বাঁচলে একটি দেশ বাঁচবে।🔰🔰
পুকুরে টিকিট ছাড়ে আমরা টিকিট কিনে মাছ শিকার করি। টিকিট কেনা থেকে শুরু করে মাছ বাড়ি আনা ওবদি জালিয়াতি এর শিকার হয় শিকারীগণ। তার পর দিন যাই টিকিটের দাম ইউরেনিয়ামের মত বাড়তে থাকে ,কিন্ত মাছের সাইজ কমতে থাকে।
##মূল কথাই আসি--------
ছোট বেলাই পড়েছি বাংলাদেশ নদী মাতৃক দেশ।অসংখ্য নদ-নদী জালের মত ছড়িয়ে আছে এদেশে। যার জন্য কোন এক গুনি আমাদের কে বলেছেন মাছে ভাতে বাঙ্গালী। কিন্তু কালের বির্বতনে মাছ আর নেই এ দেশের নদীতে। ভাই যদি বলেন মাছ কোথাই গেছে? উওর :আমরা তাদের অস্তিস্ত বিলীন করে দিয়েছি। কিভাবে শুনবেন ! শুনুন, আপনার বাড়ির ময়লা কোথাই ফেলছেন?খেয়াল করেছেন এটা সর্বশেষ কোথাই যাচ্ছে?খেয়ালই করেন নি ,নদীর মাছ মরলে আপনার কি ,আপনার পুকুর আছে তো,নইলে কেনার মত টাকা আছে?শুধু বাড়ির নই যাবতীয় মিল, ফ্যাক্টরি এর জাঙ্ক এসে পড়ে নদীতে।ফলে নদী হয়ে যাই বিষাক্ত যার জন্য মাছ নদীতে মারা যাই।
অনেকে আবার বলে---ভাই খিদে পেটে জ্ঞান দিয়েন না 😊কিছু বুজলেন কাদের কথা বলছি? নদীর জেলেদের কথা- যে সব নদী এখনো ভালো আছে সেখানেও মাছ নেই কারন টা কি জেলেরা হতে পারে??হ্যা পেঠের দায়ে এরা খুবই ছোট ছিদ্রের জাল ব্যবহার করে ফলে মাছ পোনা থাকতেই জালে আটকা পড়ে।ফলে মাছের বংশ বৃদ্ধি কমতে থাকে।
🔰লেখাটা টা কেন?🔰
নদীতে পর্যাপ্ত মাছ থাকলে আপনারা বুজে গেছেন কি কি সুবিধা পাবো।
🔰যারা বলবেন এখানে লিখে কি সমাধান হবে?🔰
1।আপনি বছরে 10 টা টিকিট কিনেন। যদি কোন বছরে একটি টিকিট ক্রয় না করে সেই টিকিটের টাকা দিয়ে কিছু মাছ নদীতে অবমুক্ত করেন তাহলে পরবর্তী প্রজন্ম কিছু মাছ নদীতে দেখতে পাবে ,নইলে সব গল্প হয়ে যাবে।
2।ছোট মাছ,ডিম ধারণ করা মাছ ছেড়ে দিতে হবে।
3।নদীতে আর্বজনা ফেলা যাবে না।
এভাবে সবাই যদি নিজের নদীর খেয়াল রাখে তাহলে পরবর্তী পাঁচবছর পর আর হইত টিকিট লাগবে না নদীতেই সব পাওয়া যাবে.. কন্টিনিউ
বি:দ্র: কাউকে কষ্ট দিয়ে থাকলে দুঃখিত।ভুল হলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন
*গাণিতিক হিসাবঃ টিকিট মূল্য 5000 টাকা ।আর এক পিছ পোনা মাছের দাম 5/7টাকা
অতএব (5000÷5/7 টাকা)=(1,000/714) পিছ পোনা মাছ।
যদি 100 টি মাছ বেঁচে থাকে তাহলে নদী একসময় মাছের সম্পূর্ণ চাহিদা মিটাবে।
সীমান্ত রায়
ইর্ন্টাণী ডাক্তার
নড়াইল সদর হাসপাতাল।
Comments
Post a Comment