মাছ কিভাবে ফাৎনা নাড়ায়

আজকে আলচোনা করবো একটি ব্যতিক্রম বিষয় নিয়ে কোন মাছ কিভাবে ফাৎনা নাড়ায় আমার অভিজ্ঞতা থেকে তা উপস্থাপন এর চেষ্টা করবো।
কাতল- অত্যন্ত ঠান্ডা মাথার মাছ আস্তে আস্তে সময় নিয়া খাবে চোখের নিমিষে ফাৎনা ডুবাইয়া দিবে আটকাইয়া গেলে ছিপ টান দিবে।
রুই - অত্যন্ত ব্যস্ত মাছ ওর হাতে টাইম একবারেই কম। ফাৎনা এমন ভাবে ডুবাবে ছিপ টান দিয়া পানিতে ধরারও সুযোগ দিবে না।
মিরকা - সবচেয়ে বিরক্তকর মাছ ফাৎনা নিয়া মসকরা করে একটু একটু করে ফাৎনা ভাসায় আর আপনার ধর্যের পরিক্ষা নিবে। কার্ফু মাছও অনেকটা এমনই।
বিগ হেড - বেচারা যখন লেইত খায় তখন আপনার বুঝতে হইলে চোখে চশমা লাগবে পিট পিট করে ফাৎনা নাড়ায় ডুবায় কম। পিট পিট এর মদ্ধেই হিট।
আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আপনার ছিপ টান দিয়েছে কি?
অন্য দিকে তাকিয়ে আছেন হটাৎ ফাতনা নাই এমন হয়েছে কি?
মাছ মারতে গিয়ে মাচা উল্টিয়ে পরেছেন কি?
সাপ দেখে ভয় পেয়েছেন কি?


Comments