বিলুপ্ত প্রায় যে মাছগুলো শিকার করা দন্ডনীয় অপরাধ

বাংলাদেশের_সংরক্ষিত_মাছঃ


ছবির মাছটা Whale Shark এই মাছ শিকার করা পৃথিবীর অন্যান্য দেশের মত আমাদের বাংলাদেশের আইনে দন্ড়নীয় অপরাধ। দুঃখজনক সত্য হচ্ছে সচেতনতার অভাবে অজ্ঞতার কারণে আমাদের জেলেরা কোন মাছটা শিকার করা যাবে আর কোনটা শিকার করা অপরাধ এটা জানেনা। গতকাল বৃহস্পতিবার ০৫-১২-২০১৯ একটি প্রাই দুই টন ওজনের Whale Shark হোয়েল শার্ক বাঁশখালী উপজেলার বাংলাবাজার এলেকার রিদুয়ান মাঝির জালে আটকে এবং এটাকে ঘাটে নিয়ে আসে।




বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী বাংলাদেশ সরকার কর্তৃক বিশেষ প্রজাতীর মাছ সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। উক্ত আইনের শেষে যুক্ত তফসীল ১ম অনুযায়ী ২৫প্রজাতীর এবং তফসীল ২য় অনুযায়ী ২৭ প্রজাতীর মোট ৫২ প্রজাতির মাছের নামোল্লেখ করা হয়েছে যেগুলো বাংলাদেশের ভূ-খণ্ডে সংরক্ষিত বন্যপ্রাণী (Protected_animal) হিসেবে বিবেচিত হবে।

সংরক্ষিত বন্যপ্রাণীর ক্ষেত্রে সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে।
কেননা উক্ত আইনের ৬ ধারা মোতাবেক এই ৫২ প্রজাতির বন্যপ্রাণী শিকার বা বন্যপ্রাণী, মাংস, ট্রফি, অসম্পূর্ণ ট্রফি, বন্যপ্রাণীর অংশবিশেষ অথবা এসব হতে উৎপন্ন দ্রব্য দান, বিক্রয় বা কোনো প্রকারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা অন্য কারো নিকট হস্তান্তর করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উক্ত ধারা লঙ্ঘন করলে বিচারক্রমে ৩৯ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি
#এক_বছরের_কারাদণ্ড_অথবা_৫০_হাজার_টাকা_জরিমানা_অথবা_উভয়_দণ্ডে_দণ্ডিত_হতে_পারেন। কোন ব্যক্তি একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তির পরিমাণ দ্বিগুণ হবে।
আরো উল্লেখ রয়েছে আইনের ৪১ ধারা মোতাবেক যে কোনো ব্যক্তি এই আইনের অধীন কোন অপরাধ সংঘটনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করলে বা উক্ত অপরাধ সংঘটনে প্ররোচনা প্রদান করে থাকলে এবং উক্ত সহায়তা বা প্ররোচনার ফলে অপরাধটি সংঘটিত হলে, উক্ত সহায়তাকারী বা প্ররোচনাকারী তাহার সহায়তা বা প্ররোচনা দ্বারা সংঘটিত অপরাধের জন্য নির্ধারিত দন্ডে দন্ডিত হইবে।



#তফসীল১_বাংলাদেশ_গেজেট_অতিরিক্ত_জুলাই১০_২০১২_গণপ্রজাতন্ত্রী_বাংলাদেশ_সরকার_পৃষ্ঠা_১১৮৫১৩_১১৮৫১৫।
১. পাখনা মাথা হাতুড়ি হাঙ্গর।
২.দক্ষিণি হাতুড়ি হাঙ্গর।
৩.মসৃণ হাতুড়ি হাঙ্গর।
৪.জেব্রা হাঙ্গর।
৫.বাদামি দাগি হাঙ্গর।
৬.মুইচিয়া হাঙ্গর।
৭.কানি হাঙ্গর।
৮.তিমি_হাঙ্গর_Whale_Shark
৯.চোখা হাঙ্গর।
১০.থাট্টি হাঙ্গর।
১১.কানা হাঙ্গর।
১২.রেশমী হাঙ্গর।
১৩.চওড়ামুখা হাঙ্গর।
১৪.থুটা হাঙ্গর।
১৫.দগি লেজ হাঙ্গর।
১৬.বাঘা হাঙ্গর।
১৭.গাঙ্গেয় হাঙ্গর।
১৮.ফৌরী হাঙ্গর।
১৯.চোখা সানা পিতাম্বরী।
২০.দানব পিতাম্বরী।
২১.সবুজ করাতী হাঙ্গর।
২২.লম্বা দন্তী করাতী হাঙ্গর।
২৩.দেশী বড় বাইন।
২৪.চুরি দন্তী করাতি হাঙ্গর।
২৫.পাতি সমুদ্র ঘোড়া।

১.তিলা শোল।
২.লালপাখনা মহাশোল।
৩.সোনালী মহাশোল।
৪.ভাঙ্গন মাছ।
৫.নান্দিনা মাছ।
৬.ঘোড়া মুইখা।
৭.দানব বাঘাইড়।
৮.চেনুয়া।
৯.কোটা কুমিরের খিল।
১০.তেলো টাকি।
১১.তারা বাইম।
১২.নাপিত কই।
১৩.নাফতানী।
১৪.কুইচা।
১৫.রিটা।
১৬.দেশি কোল।
১৭.জয়া হিরালু।
১৮.বাংলা রাণী।
১৯.তিলা বিশতারা।
২০.গাঙমাগুর।
২১.ধাইন।
২২.লম্বালেজি পদ্মমনি।
২৩.বেনেটের হাউস পাতা।
২৪.নীল চিত্রা হাউস পাতা।
২৫.চিত্রা শঙ্খচিল।
২৬.দাগী শঙ্খচিল।
২৭.কাটা লেজি দেও মাছ।
                                                                লেখক- রবিউল হাসান সাপলা                                                                                         এডমিন- Bangladesh angling forum (BAF)


Comments