আসছালামু আলাইকুম / শুভ দূপুর কামনা করি প্রত্যেকেই ভাল আছেন .....
আজ ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা ও আশা করি আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন ।
প্রথমত আমরা শখের কারণেই মাছ ধরতে যাই আমাদের প্রিয় গ্রাম শহর ছেড়ে দূর দূরান্তে অথবা নিজের অবস্তানের আশে পাশে ।
অনেকের নিকট আমাদের শখ নিয়ে কৌতুহলের শেষ নেই আবার কিছু মানুষ এ্যংলিং টাকে বাকা চোখেই দেখেন কিন্তু আমরা যারা এ্যংলার আছি প্রত্যেকেই জানি এটি একটি রাজকীয় শখ , আবার এটা আয়ত্বে আনতে সাধনার ও প্রয়োজন আছে । এখন মূল কথায় আসি আমরা সাধারণত যখন ছিপ দিয়ে মাছ ধরতে যাই তখন কিছু বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে নিজেদের নিরাপত্তার খাতিরে-
১। সাপে কাঁটার ভয় থাকে ....
এই বিষয়ে করণীয় হচ্ছে যখন মাছ ধরতে যাবেন তখন অবশ্যই সাথে দুই বোতল কার্বলিক এসীড় সাথে রাখতে হবে আপনার সীটের দুই পাশে দুইটা সামান্য পুতে রেখে মুখটা খুলে রাখবেন সাপের ভয় আর থাকবেনা ।
২। মশা.....
মশার যন্ত্রণা থেকে বাঁচার জন্য কয়েল ব্যাবহার করবেন । অবহেলা করবেন না ম্যালেরিয়া ,ডেঙ্গু, চিকনগুণিয়া সহ অনেক মারত্বক রোগ কিন্তু মশার কামড় থেকেই হয় ।
৩। জোঁক .....
অনেক যায়গা আছে বর্ষাকালে মাটিতে ছোট সাইজের জোঁক থাকে সাবধানতা অবলম্বন না করলে রক্ত চুষে নেয় এবং অনেক্ষণ যাবৎ রক্ত ক্ষরণ হয় । প্রতিকার পাওয়ার জন্য ১ কেজী লবণ ছিটিয়ে দিলে যথেষ্ট ।
উল্লেখীত সমস্যা গুলো প্রাকৃতিক সমস্যা আরও একধরণের সমস্যা প্রাই যায়গায় হয়ে থাকে
৪। এটি হচ্ছে পাশের সীট.....
আপনি যখন আপনার সীটে উপস্তিত হবেন তখন আপনার সীটের দুই পাশের সীটের এ্যংলারদের সাথে আগে পরিচয় হবেন সুন্দর ভাষায় কথা বলে এসেই আপনি মাছ ধরায় মনোযোগী হবেন ।
আমি সাধারণত কোথাও গেলে উল্লেখীত বিষয় গুলোকে খুবই গুরুত্ব দিয়ে থাকি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় এখনো কোথাও কোন ধরণের সমস্যা হয়নি ।
এটি আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম ভূল-ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
লেখক- রবিউল হাসান সাপলা এডমিন- Bangladesh angling forum (BAF)
Comments
Post a Comment