বিগ হেড এবং সিলভার কার্প ধরার রেসিপি

বিগ হেড এবং সিলভার কার্প ধরার পদ্ধতিঃ
শ্রদ্ধেয় এংলার শাহনেওয়াজ ভূইয়ার রেসিপি
বিগ হেড মাছ পচা ও তৈলাক্ত জিনিষ পছন্দ করে।

পাউরুটির গুড়ার সংগে হালকা পনির পচা পিপড়ায় ডিম পচা নারকেল পচা অল্প হাড়িয়া দিয়ে নরম করতে হবে,
তারপর এক দু মুঠ লাড্ডু দিয়ে মাখিয়ে কিছু টাটকা পিপড়ায় ডিম দিয়ে মোটামুটি ফেলার উপযোগি হলে লাড্ডুর বড়শীতে গেথে ৩/৪ হাত বহর দিয়ে ভাসা খেলুন।
বিগ হেডের টান পাবেন?
আর হ্যা এই লাড্ডু ফেলের সময় এর গায়ে একটু হাড়িয়া একটু নারকেল তেল অথবা সামান্য পরিমান ঘি দিতে ভুলবেন না?


Comments