নদীতে যারা প্রথম শিকারে যাবেন তাদের জন্য গুরুত্বপূর্ন কিছু পরামর্শ


"খুবি মজাদার একটি খেলা হচ্ছে চিপ-রিলের সাহায্যে মাছ শিকার করা "
আশা করি আপনারা ও আমার সাথে সহমত পোষন করবেন।
শিকারীরা আনন্দের জন্য শিকার করলে ও কে কোন পরিবেশে শিকার করে মজা পান,কে কোন প্রজাতীর মাছ শিকার করে তৃপ্তির ঢেঁকুর তুলেন তা ভিন্ন ভিন্ন কারনে জনে জনে অনেক পার্থক্য।
গত তিন দিন থেকে সম্মানিত কয়েকজন ভাই নদীতে শিকারের বিষয়ে জানতে চেয়েছেন, প্রথমেই বলি আমি শিক্ষানবিশ শেখার চেষ্টা করছি
গ্রুফের দায়ীত্বে আছি এটার সাথে বড় শিকারী হওয়া অথবা সব জান্তা হওয়ার সাথে কোন ধরণের সম্পর্ক নেই।
তবু আমি ব্যাক্তিগত ধারণার কথা বলছি, আমার বক্তব্যের সাথে আপনার মত পার্থক্য থাকতেই পারে এই লেখা ভাল না ও লাগতে পারে, যদি এমনটা হয় তবে দয়াকরে আমাকে ক্ষমা করে এই পোষ্ট এডিয়ে যাবেন।
নদীতে স্হান নির্বাচনটা শিকারে মূল ভূমিকা পালন করে, স্হান নির্বাচনের সময় কিছু বিষয় খেয়াল করবেন
১. নিছে পরিষ্কার থাকতে হবে(বড়সী যেন আটকে না যায়)
২. স্রোত, নদীর দুই দিকে পানি থাকলে ও একপাশে স্রোত অতিরিক্ত থাকে বিশেষ করে যে পাশে ভাঙ্গে খুব শীতের আগে অতিরিক্ত স্রোতের বিপরীত পাশে বসুন, চর, কাঁদা, ইত্যাদির সমস্যা হলে নৌকায় বসুন।
৩. নদীতে আপনি কি মাছ ধরতে চান সেই অনুযায়ী পয়েন্ট নির্বাচন করুন। যেমন পাথর, ব্লক বা যে স্হানে শ্যাওলা থাকে ওখানে কালিবাউস, কাতল হীট বেশী হবে। আবার বড় বোয়াল আর ক্যাটফিশ প্রজাতীর মাছ ধরতে
যে খানে অতিরিক্ত গভীর ঐ স্হান নির্বাচন করতে হবে।
৪. আপনার পচন্দের পয়েন্টে নিকট অতীতে হীট হয়েছে কিনা এই ইতিহাস স্হানীয় শিকারীদের নিকট থেকে অবশ্যই জেনে নিবেন।
৫. আলোচিত পয়েন্টে আপনি ও টিমের নিরাপত্তা নিশ্চিত কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মূল বিবেচনার বিষয়।
সঠিক ভাবে স্হান নির্বাচন হয়ে গেলে শিকারের জন্য প্রস্তুতি নিবেন-
১. লাইন .৩৫ এম এম -.৪৫ এম এম।
২. সীসা স্রোত বেশী হলে ৮০ গ্রাম+ দিতে হবে।
৪. সুইবাল ও বড় থেকে নিতে হবে।
৫. অবশ্যই ভাল মানের হুক ব্যাবহার করতে হবে।
৬. রিলে আলোচিত লাইন ১৫০ মিটার থাকে মত চেষ্টা করতে হবে।
৭. চিপ রিলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পুকুর দিঘিতে শিকার করা আর নদীতে শিকার করার মাঝে অনেক পার্থক্য আছে। প্রথমতঃ পুকুরে মাছের সাইজ কেমন হবে তার ধারণা পাওয়া যায় এই কারণে অনেকটা নিশ্চিত হতে পারবেন আপনার টোপ সর্বোচ্ছ কত ওজনের মাছ খেতে পারে,
কিন্তু নদীতে কেউ জানেনা আপনার টোপ কোন সাইজের মাছে খাবে ১০০ গ্রাম যেমন খাওয়ার সম্ভাবনা অনুরূপ ভাবে ১০০ কেজি ওজনের মাছ ও আপনার টোপ খাওয়ার সম্বাবনা থাকে এই কারণে নদীতে শিকারে দারুণ উত্তেজনাকর......
দ্বিতীয়তঃ পুকুর দিঘিতে পাশ সংগ্রহের পেছনে অনেক টাকা ব্যায় হয় (শিকারীরা প্রতারণার শিকার হন) অন্যান্য প্রাসঙ্গীক খরচ ব্যাতিত, নদীতে ফ্রী, আর নদীতে টোপ নেয়ার প্রবণতা পুকুরের ছেয়ে কম তাই পিপডার ডিম এবং টোপের অন্য সরন্জাম কম প্রয়োজন হয় এই কারণে খরচ ও কম হয়।
নদীর মাছ প্রকৃতিক তাই পুকুর দিঘির মাছের তুলনায় অনেক গুণ বেশী স্বাদের এবং শক্তিশালী।
চারঃ নাম মিষ্টি চার হলেও জনে জনে তৈরীর প্রকৃয়া আলাদা,
মিষ্টি চার অথবা পঁচা চার ব্যাবহার করতে পারেন চারে সামান্য পিপড়ার ডিম মিক্স করলে ভাল হয়।
যদি নদীতে খুব স্রোত থাকে তা হলে চার ফুটবল আকারে করে পাতলা নেটে ঢুকিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে এর পর পয়েন্টে দিলে ভাল, গোলাকার করে দিলে স্রোতের টানে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। বসার আগের দিন পয়েন্টে ২/৩ কেজি শরিষার খৈল দিলে ভাল হয়।
টোপঃ পিপডার ডিম, বোল্লার লারবা, ড়িম-রুটি, ফোম, সুজি, ইত্যাদি ব্যাবহার করতে পারেন।
তবে নদীতে গন্ধযুক্ত তৈলাক্ত টোপ খুবই কার্যকর।
টোপকে গন্ধযুক্ত করতে বিভিন্ন ধরণের ফুড় ফ্লেভার ব্যাবহার করতে পারেন এতে মাছ সহজেই টোপ খুজে পায় এবং টোপের প্রতি আকৃষ্ট হয়।
জোয়ার ভাটার নদী হলে সবছেয়ে বেশী হীট হয় ভাটার সময়, জোয়ারের প্রথম দিকে বড় হীট হওয়ার সম্ভাবনা বেশী থাকে বিশেষ করে বড় "কাতল মাছ " মনে রাখবেন নদীর মাছের প্রচন্ড শক্তি থাকে কিন্তু খুব লুজ দিয়ে খেলতে গেলে নিছে থাকা গাছ বা যে কোন কিছুতে গিয়ে আটকে দেবে মাছ চলে যাওয়ার সম্ভাবনা বেশী থাকে তাই একটু টাইট রেখে মাছকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে।
অনুরোধঃ স্রোতের নদীতে সাঁতার জানলেও নামবেন না।
আমাদের দেশে বিপন্ন প্রায় এমন প্রজাতীর মাছকে আপনার শিকারের টার্গেট থেকে মুক্ত রাখুন।
ভূল বশত হীট হলেও ছবি তুলে /ভিড়িও করে পুনরায় নদীতে ছেড়ে দিন।


                                                                                                      লেখক- রবিউল হাসান সাপলা                                                                                                  এডমিন- Bangladesh angling forum (BAF)


Comments