গত বৎসরের ন্যায় হালদায় মৃত মা মাছ এবার আর দেখতে চাই না
সচেতন হোন নিজেদের প্রয়োজনে_হালদাকে বাঁচান।
নদীমাতৃক বাংলাদেশের ছোট একটি নদী হালদা,
এটি পার্বত্য জেলা খাগড়াছড়ীর রামগড় উপজেলার পাহাড়ী ঝর্ণা থেকে উৎপন্ন হয়ে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি, রাউযান, হাঠাজারী র মধ্যদিয়ে প্রাই ৯৮ কিলোমিটার প্রবাহীত হয়ে চট্টগ্রামের কালুরঘাট এর নিকটে কর্ণফুলী নদীতে এসে মিলিত হয়েছে । যুগ যুগ ধরে ছোট এ নদীই আমাদের মৎস্য অর্থনীতিতে রেখে এসেছে এক অনন্যসাধারণ ভূমিকা।
স্মরণাতীতকাল থেকে হালদায় রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ ডিম ছেড়ে আসছে।
ছোট এ নদীটি হয়ে উঠেছে দেশের মৎস্য খাতে রেণুর অন্যতম বড় উৎস মূলত এই নদীই হচ্ছে রুই,কাতলা,মৃগেল, মাছের বিশুদ্ধ প্রাকৃতিক জিন ব্যাংক এবং বিলুপ্ত প্রজাতীর ডলফিন সহ অজস্র জীব বৈচিত্রের প্রাকৃতিক আবাস স্হল।
আমাদের জাতীয় মৎস্য প্রজনন ঐতিহ্যের দাবিদার এ নদীর সম্ভাবনা গুলোকে কাজে লাগাতে পারলে, দেশের মৎস্য উৎপাদন ও প্রজনন খাতকে আরো লাভবান করে তোলা সম্ভব হতো। মৎস্য শিকার নিয়ন্ত্রণ ও পরিবেশগত কিছু কার্যকর পদক্ষেপ নেয়া হলে এক সময়ে দেশের মৎস্য খনি হিসেবে পরিচিতি পাওয়া নদীটিকে স্বর্ণখনির মতোই লাভ জনক করে তোলা সম্ভব হবে।
লেখক- রবিউল হাসান সাপলা এডমিন- Bangladesh angling forum (BAF)
লেখক- রবিউল হাসান সাপলা এডমিন- Bangladesh angling forum (BAF)
Comments
Post a Comment